আমিরাতে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২ 275 views
শেয়ার করুন

ব্যক্তিজীবনে মহানবী (সা.) এর জীবন অনুসরণ করলে মানবিক একটি সমাজ গঠন করা সম্ভব। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ আমিরাত শাখার উদ্যোেগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেছেন বক্তারা।

সোমবার শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল জলিল। সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী নিজামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় টিভি ধারাভাষ্যকার মাওলানা মুফতি বেলাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল আহাদ জিহাদি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ফয়েজ আহমদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী আজমল আলী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি হাজী আব্দুর রব, সহ সভাপতি নজরুল ইসলাম, চুনু মিয়া সহ আরো অনেকে।

এ সময় আরো বক্তব্য রাখেন আব্দুল মালিক, মুহিবুর রহমান খালেদ, আব্দুল কাদির, মুজিবুর রহমান, মীর্জা আবু সুফিয়ান, হাফিজ রায়হান, আলি হোসেন, জাহাংগীর চৌধুরি মামুন, আব্দুর রহমান, আজমান শাখার সভাপতি হারুনুর রশিদ

এ সময় নাতে রাসুল পরিবেশন করেন গোলাম মাওলা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।